মজার ইশকুলঃ আগারগাঁও এর ১০০ শিক্ষার্থীর হাতে নতুন বছরের বই তুলে দিলেন ইঞ্জিনিয়ার এম এ আউয়াল স্যার ( ম্যানেজিং ডিরেক্টর , দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ) ।
১৩ জানুয়ারি ২০১৯, রবিবার মজার ইশকুলের আগারগাঁও এর রিসিপশন থেকে চতুর্থ শ্রেণীর ৬ ক্লাসের শিক্ষার্থীর হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন ।
এই সময়, শিক্ষার্থী সৎ এবং বিনয়ী হওয়ার পথে করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।
প্রাণবন্ত এই উৎসবে স্যার-এর পক্ষ থেকে চকলেট ছিল সবার জন্য ।
—
মজার ইশকুল (একটি অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্যোগ) অরাজনৈতিক, অলাভজনক সংগঠন। তরুণদের সমন্বয়ে পথশিশুদের জন্য পরিচালিত হচ্ছে জানুয়ারি ১০, ২০১৩ সাল থেকে ।
ফেইজ -০১ ওপেন ইশকুল বা খোলা আকাশের নিচে পরিচালিত ইশকুল নিয়মিত ৪টি পয়েন্টে নিয়মিত ক্লাসের মাধ্যমে ১০০০ পথশিশু এবং ফেইজ-০২ এ ২টি স্থায়ী ইশকুল এ জাতীয় শিক্ষাক্রমানুসারে বিনামূল্যে পাঠদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০১৯ সালে মজার ইশকুলঃ আগারগাঁও এ ১০০ জন, মজার ইশকুলঃ মানিকনগর এ ৩০০ জন মোট ৪০০ জন সুবিধাবঞ্চিত শিশু সু-শিক্ষা নিশ্চিত করছে মজার ইশকুল পরিবার ।