Mojar School

অদম্য বাংলাদেশ ফাউণ্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক,অলাভজনক সংগঠন। তরুণদের সমন্বয়ে পথশিশুদের জন্য পরিচালিত হচ্ছে জানুয়ারি ১০,২০১৩ সাল থেকে । সরকারী অনুমোদন প্রাপ্ত ( Govt. Regi. No S 12055 )  অদম্য বাংলাদেশ ফাউণ্ডেশন প্রতিটি পথশিশুর জন্য নিশ্চিত করছে খাদ্য, শিক্ষা, প্রযুক্তি, চিকিৎসা, নিরাপদ বাসস্থানসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক সকল বিষয়। মাদক বা চুরি , ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করছে শুরু থেকেই ,যা সব সময় অব্যাহত থাকবে। ঢাকায় দুই ফেইজ ( ধাপ )  আমাদের মোট ৫ টি ইশকুল রয়েছে । ফেইজ এক, মজার ইশকুলঃ শাহবাগ, মজার ইশকুলঃ কমলাপুর, মজার ইশকুলঃ সদরঘাট । যা খোলা আকাশের নিচে পরিচালিত হয়ে আসছে । এবং ফেইজ দুই,  মজার ইশকুলঃ আগারগাঁও ও মজার ইশকুলঃ মানিকনগর । নিয়মিত পাঁচ শতাধিক পথশিশু আমাদের সাথে যুক্ত রয়েছে ও উৎসবের সময় যা হাজার ছাড়িয়ে যায়। এবং এসকল শিশুদের মধ্যে নিয়মিত ভাবে পড়ালেখা করছে মজার ইশকুলঃ আগারগাঁও  এ ৬০ জন, মজার ইশকুলঃ মানিকনগর এ ৬০ জন, মজার ইশকুলঃ কমলাপুরে ১৮০ জন, মজার ইশকুলঃ সদরঘাটে ১২০ জন ও মজার ইশকুলঃ শাহবাগে ৮০ জন। পড়ালেখার পাশাপাশি চলছে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম।

আমাদের লক্ষ্যঃ       পথশিশু মুক্ত বাংলাদেশ। 

আমাদের উদ্দেশ্যঃ    বন্ধু হওয়া, স্বাবলম্বী ও সুস্থ জীবন নিশ্চিত করা।

আমাদের বিশ্বাসঃ

খাদ্য শিক্ষা প্রযুক্তি শ্লোগানে চলা অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন সকল পথশিশুর পুনর্বাসনে ও তাদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন বিশ্বাস করে যে খালি পেটে কোনো শিশুর শিক্ষা অর্জন করার ব্যাপারটা কাল্পনিক।  এ জন্যই তাদের পড়ালেখার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি প্রতি ক্লাসে তাদের খাবার সরবরাহ করা আমাদের মূল উদ্দেশ্য।  যতদিন না পরিবার থেকে দূরে থাকা শিশুদের পুনর্বাসন ও কারিগরি শিক্ষার মাধ্যমে সমাজে জায়গা করে দিতে পারছি ততদিন আমদের চেষ্টা অব্যহত থাকবে।